উত্তর প্রদেশ থেকে বন্দুকধারী গুন্ডা ঢুকিয়ে এনে এখানে ভোট করাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ওদের কথায় চলছে। আমরা থাকা-খাওয়ার খরচ জোগাচ্ছি। কিন্তু আমাদের ভোটারদের মারধর করছে। কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি। কিন্তু মনে রাখবেন উত্তরপ্রদেশের যোগী জির মত ভোট এখানে হবে না। এই কথা বললেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন নন্দীগ্রামের পাশের কেন্দ্র চন্ডীপুরে নির্বাচনী সভা করেন। সেই সভায় তিনি বিজেপির বিরুদ্ধে আক্রমণ করেন। দ্বিতীয় দফার ভোট পর্যন্ত নন্দীগ্রামে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় সেই কথা জানান তিনি। নন্দীগ্রামের রেয়াপাড়া এলাকায় ঘর ভাড়া নিয়েছিলেন তৃণমূল নেত্রী। আগামী কয়েকদিন সেখানেই থাকার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মমতা। ভোট করিয়ে তারপর কলকাতা ফিরবেন। এদিনের সভায় মমতা বলেন, সোহম অত্যন্ত ভালো ছেলে। 365 দিন দলের হয়ে কাজ করে। তাই ওকে জিততে দেখতে চাই। চন্ডীপুরে অভিনেতা সোহমকে তৃণমূল প্রার্থী করেছে। মমতা আরো বলেন, ভয় দেখাতে এলে কষিয়ে থাপ্পড় দেবেন। আমি অন্যায় করলে আমাকেও দেবেন। উজ্জ্বলার কোটি কোটি টাকা খেয়ে নিয়েছে। আগে বিড়ি খাওয়ার পয়সা ছিল না এখন তাদের কোটি কোটি টাকা। সিপিএমের হার্মাদ এখন বিজেপিতে যোগ দিয়েছে। আর আমাদের কিছু গদ্দাররা রয়েছে। নরেন্দ্র মোদির নোট বন্দির সময় 15 লক্ষ করে দেবেন বলেছিলেন। পেয়েছেন? 950 টাকা গ্যাস কিনে রান্না করতে হচ্ছে। বিনা পয়সায় চাল দিচ্ছি। আমি যদি বিনা পয়সায় খাদ্য দিই তাহলে বিজেপি কেও বিনা পয়সায় গ্যাস দিতে হবে। মমতা আরো বলেন, 2 মে আরেকটা দোলযাত্রা হবে। 1 তারিখে একটা করে ভোট দেবেন। আর বিজেপিকে মাঠের বাইরে বার করে দেবেন। একেবারে বোল্ড আউট করে দেবেন। কে কোথায় ঘুরছে সব দিকে নজর রাখছি। আমাদের দোষ বড় বড় গদ্দার পুষেছি। মীরজাফর পুষেছি বলেন মমতা।