দেশে অক্সিজেন নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত করে চলেছেন। ওর মনের কথা কে শুনতে চায়। বাংলা দখল করার জন্য মোদি বাংলার ক্ষতি করলেন। এদিন বহরমপুরে ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে এই কথা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদি ভাষণ দিতে ব্যস্ত ভাষণ দিয়েই চলে গেলেন। ভ্যাকসিন দিলে এত পরিস্থিতি খারাপ হত না। 80টা দেশকে বিনা পয়সায় ভ্যাকসিন দিলেন। আর এখানে কিনতে হচ্ছে। সব এসপিকে বদল করেছে। পক্ষপাতমূলক ভোট করিয়েছে। আগামী দিনে আমরা ক্ষমতায় এলে এদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। আমরা সরকারে আসছি। কিন্তু তারপরও আমি এই ইস্যু ছাড়বো না। দেখি কতদূর যেতে পারি। করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইনেই নির্বাচনী সভা করছেন। এর আগে আসানসোল মালদহে সভা করেছেন। এদিন বহরমপুর রবীন্দ্র সদনে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান এবং জেলার প্রার্থীদের সঙ্গে নিয়ে সভা করেন মমতা। তার অভিযোগ কমিশন বিজেপির কথায় চলছে। বিজেপি ভোটে টাকা ছড়াচ্ছে। কমিশন কিছু দেখছে না। সামশেরগঞ্জ যে কংগ্রেস প্রার্থীর মৃত্যু হয়েছে 13 তারিখ ভোট ফেলেছিল আমরা প্রতিবাদ করায় 16 তারিখ করেছে। এদিন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, খড়দহে কাজলই জিতবেন। এদিন বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।