নিজস্ব সংবাদদাতা: অগ্নিগর্ভ আফগানিস্তান থেকে ভারতবর্ষে আফগান নাগরিকদের ফিরিয়ে আনার আর্জি জানালেন লোকসভার বিরোধী নেতা অধীর চৌধুরী। এদিন বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন, “এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের সতর্কতার সঙ্গে দেশে ফিরিয়ে আনা উচিত। সেইসঙ্গে আমি সরকারের কাছে আর্জি জানাব, যে সমস্ত আফগান নাগরিক ভারত সরকারকে বিভিন্নভাবে সহযোগীতা করেছে তারা চাইলে তাদেরকে যেন নিরাপদে ফিরিয়ে আনা হয়। আমাদের যারা সমর্থন করেছে তাদের কোনভাবেই যেন বিপদের মুখে ফেলে না আসি”।
সাংবাদিক বৈঠকে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েই সওয়াল করেন পিএসির চেয়ারম্যান অধীর চৌধুরী। তিনি বলেন, “আফগানিস্তান নিয়ে ভারত সরকারের গভীরভাবে ভাবা উচিত। আফগানিস্তান থেকে ভারতবর্ষ যেন সরে না যায় সেটা মাথায় রাখতে হবে”। তিনি আরও বলেন, “আফগানিস্তানের সঙ্গে আমাদের শতাব্দী প্রাচীন সম্পর্ক। ওখানকার মানুষ ভারতবর্ষকে প্রচন্ডভাবে সমর্থন করে। ৬৪ শতাংশ মানুষ ভারতবর্ষের পক্ষে। মাত্র চার শতাংশ মানুষ পাকিস্তানকে সমর্থন করে। ওই দেশের উন্নয়নের জন্য ভারতবর্ষ ৩ বিলিয়ন টাকা খরচ করেছে। পার্লামেন্ট থেকে শুরু করে সালমা ড্যাম ভারত করে দিয়েছে। মনমোহন সিং সরকারের আমলে স্ট্যাটেজিক চুক্তি হয়েছিল। আফগানিস্তানের মাধ্যমে ভারত সরাসরি বানিজ্য করতে পারে CIS দেশগুলির সঙ্গে। বিশেষ করে কাজাকিস্তান, উজবেকিস্তান, ইরাক, ইরানের সঙ্গে বানিজ্য করতে পারে ভারত। তাই এই মূহূর্তে শুধু ভারতীয় নাগরিকদের সতর্কতার সঙ্গে সরিয়ে আনার পাশাপাশি আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব যে সমস্ত আফগান নাগরিক বিভিন্নভাবে ভারতকে সমর্থন করেছে তারা চাইলে তাদেরকেও যেন দেশ থেকে সরিয়ে আনা হয়”। একইসঙ্গে আফগানিস্তান থেকে আমেরিকা সৈন্য ফিরিয়ে আনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

6 COMMENTS

Comments are closed.