নিজস্ব সংবাদদাতা: ভারতবর্ষের সব নাগরিককে নিরাপদে আফগানিস্তান থেকে ফিরিয়ে আনা হবে। এদিন এমনটায় আশ্বাস দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
শিলিগুড়িতে এদিন দুই কেন্দ্রীয় মন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে নামার পড়ে প্রশাসনের তরফ থেকে তৎপরতা তুঙ্গে দেখা যায়। নিশীথ প্রামাণিকের সাথে দেখা করতে আসা বহু নাগরিককেই সেনা আটকে দেয়। এদিন সকাল থেকে হিন্দি হাই স্কুল ও ঋষি ভবনে আটকে দেওয়া হয় নারায়ণী সেনার আনুমানিক 300 জনকে। যদিও শহরের বাইরে নিশীথ প্রামানিক বের হতেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
বুধবার বিকেলে পঞ্চানন বার্মার মূর্তিতে মাল্যদান করেন নিশীথ প্রামানিক। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তৃণমূল সরকার গোর্খা আদিবাসী ও রাজবংশীদের অবহেলার চোখে দেখছে এবং উত্তরবঙ্গের ফলাফল খারাপ হওয়াতে তারা প্রতিহিংসার রাজনীতি করছে”। তিনি আরো বলেন, “যে রাজ্য সরকার যদি চ্যালেঞ্জ দেয় তাহলে বিজেপি সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেবে”।