Rajib Ghosh– হিন্দুদের মধ্যে পিছিয়ে পড়া জাতিকে অধিকাংশই যারা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কৃষ্ণনগর, বালুরঘাট সহ অন্যান্য জায়গায় রয়েছেন সেই সমস্ত এলাকায় তৃণমূল ভালো ফল করতে পারেনি। বিজেপি ভাল ফলাফল করেছে। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে হিন্দুদের যে অধিকাংশ পিছিয়ে পড়া মানুষ রয়েছেন তাদের জন্য তৃণমূল কোনো উন্নয়ন করতে পারেনি। নির্বাচনের সময় মঞ্চে দাঁড়িয়ে খেলা হবে বলে শ্লোগান দিচ্ছেন। কিসের খেলা হবে? পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে খেলা হবে, নারীদের সুরক্ষা নিয়ে খেলা হবে, কর্মসংস্থান নিয়ে খেলা হবে, একটা রাজনৈতিক দল নির্বাচনের সময় খেলা হবে বলে শ্লোগান দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য বললেন বিজেপির সহ-সভানেত্রী ভারতী ঘোষ। এর পরেই মেট্রো ডেয়ারি শেয়ার বিক্রি করা নিয়ে ভারতী বলেন, 535 কোটি টাকার জিনিস 85 কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। জনগণের টাকার এইভাবে ক্ষতি করা হলো। জনগণের টাকা তার মানে রাজ্যের সমস্ত মানুষের। সিবিআই তদন্ত করতে গেলে বলছে বাংলার মেয়েদের অপমান করা হচ্ছে। সিবিআই বাংলার দুর্নীতির আঁতুড়ঘরে তদন্ত করতে গিয়েছে। বাংলার মেয়েদের অপমান করতে নয়। রাজ্যের মানুষের টাকা নিয়ে কখনো ক্লাবকে দিচ্ছেন কখনো বিদেশ ভ্রমন করছেন। যাকে নিয়ে বিদেশ ভ্রমন করছেন তার সংস্থায় আপনার মন্ত্রীর এক মেয়ে চাকরি করছে। সেয়ানে সেয়ানে কোলাকুলি। কিভাবে এত কোটি টাকার বাড়ি তৈরি হলো? সম্পত্তি হলো মানুষ জানতে চায়। এরপর এক প্রশ্নের উত্তরে ভারতী ঘোষ বলেন, খেলা হবে শ্লোগান দিয়ে মানুষের ভিতরে ভয়ের পরিবেশ তৈরী করা হচ্ছে। মানুষ এখন থেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন। উনি গোলরক্ষকের কথা বলছেন। একাই 294 টি কেন্দ্রে দলের হয়ে লড়াই দেবেন বলেছেন। ওনার দল থেকে শুভেন্দু মুকুল অর্জুন থেকে শুরু করে অনেকেই এই দলে চলে এসেছেন। এখন আর গোলরক্ষক হয়ে কি হবে? গোলপোস্ট উড়িয়ে দেবে। গোলরক্ষককে নিয়ে গিয়ে বে অফ বেঙ্গলে ফেলে দেবে। সিবিআই নিয়ে পরে ভাববেন। সত্যটা একদিন বেরিয়ে আসবে। আপাতত উনি বলুন বিনয় মিশ্র কোথায়? পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের বলছেন চপের দোকান করে আয় করতে আর নিজেরা কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করছেন। এটা বাংলার মানুষ বোঝে। এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন ভারতী ঘোষ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.