নিজস্ব সংবাদদাতা: ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর এই প্রথম বার মুখ খুললেন বিজেপি নেতা সজল ঘোষ। শুধু মুখ খুললেনই না, রীতিমতো আক্রমণাত্মক ভাষায় সংবাদমাধ্যমকে একহাত নিলেন তিনি। বললেন, “মৃত্যু দুভার্গ্যজনক। সকলের ক্ষেত্রেই তা কষ্টের। কিন্তু আনিস খান বলেই কি এত প্রতিবাদ, এত সভা, এত আলোচনা? দ্বারভিটের ওই দুটো ছেলে কি দোষ করেছিল। ওরা বাংলার শিক্ষার জন্যে প্রতিবাদ করেছিল। কিন্তু তাতেই প্রাণ দিতে হয়েছিল। ওরা বাংলার যুবক ছিল না? ওরা কি বহিরাগত? ওদের জন্যে কজন প্রতিবাদ করেছেন আপনারা? আনিস হলে প্রতিবাদ হবে আর অনীস হলে সবাই চুপ করে বাড়িতে বসে থাকবে। এরকম বাংলা চাইনা। এরকম ভেদাভেদ বিজেপি মানে না। আর এই বিষয়ে প্রতিবাদ করলে বিজেপি নাকি সাম্প্রদায়িকতা করছে। এই তো হচ্ছে আপনাদের বিচার”।
একই সঙ্গে এদিন আনিস মামলার তদন্ত নিয়ে রাজ্য সরকারকেও একহাত নেন সজল বাবু। তিনি ঠিক আর কি কি বলেছেন, শুনে নিন।