নিজস্ব সংবাদদাতা: বিকাশ ভবন ঘটনায় আহতদের এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল থেকেই দেখা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা এনআরএস হাসপাতালে হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করেছেন। ধিক্কার জানিয়েছেন। এদিন সকালেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার দেখা করবেন আহত শিক্ষিকাদের সাথে। কথা বলবেন তাদের সাথে। সেই মতোয় এদিন আহত শিক্ষিকাদের সাথে দেখা করলেন তিনি।
পাশাপাশি এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হাসপাতালে ইমারজেন্সি বিভাগে ঢুকতে বাধা দেওয়া হয় কলকাতা পুলিশের তরফে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, “এই ঘটনার তীব্র নিন্দা জানাই। পশ্চিমবঙ্গে এর আগে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। নজিরবিহীন। রাজ্য শিক্ষামন্ত্রীকে আবেদন করব আপনি হাসপাতলে আসুন দেখুন এদের পাশে এসে দাঁড়ান”। পাশাপাশি সুভাষ সরকার বলেছেন, “সমস্ত ব্যাপারে রাজনৈতিক রঙ দেওয়া উচিত নয়। যে মঞ্চ থেকে শিক্ষকরা প্রতিবাদ করেছেন তারা কখনও রাজনৈতিক দলের নেতা নয়। আমি আজ ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে এসেছি। এবং শিক্ষকদের দাবি মেনে নেওয়া উচিত শিক্ষামন্ত্রীর”।
I was glad to read such an informative post
Thank you very much for giving such crucial information keep sharing.
nice post
The content material is very systematically introduced
Thanks for one marvelous posting!
Thanks for giving such a great informative information.
this article is very good.
Thanks for sharing this valuable information to our vision.