নিজস্ব সংবাদদাতা: ‘যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন আমরা আগামীদিন অভিজ্ঞতা নিয়ে তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করব। এই ফলাফল প্রত্যাশিত নয়। কিছু জায়গায় হয়তো পৌছাতে পারিনি। তবে বিধানসভার ভিতর ও বাইরে লড়াই চালিয়ে যাব’। উপনির্বাচনের ফলের পর কার্যত এই ভাবেই মন্তব্য পেশ করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
তার কথায়, “সারা রাজ্য ব্যাপী প্রবল সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছি গোটা গ্রাম বাংলার পরিস্থিতি। সন্ত্রাস প্রতিবাদের বিরুদ্ধে প্রিয়াঙ্কা চেষ্টা করেছে, কিন্তু মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। আগামীদিনে তাদের সমর্থন পাব আশা করব”।
একই সাথে বাকি চার কেন্দ্র নিয়ে বলেন, “চারকেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং জিতব, এই ফলের পুনরাবৃত্ত হবে না”।
ভোট পরবর্তী হিংসা মামলা প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি অভিযোগ সামনে এনেছিল আদালত তার ভিত্তিতে সিবিআই তদন্ত দিয়েছে,এরপর আদালত বুঝবে, বিচার বিভাগীয় বিষয় নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই”।