Rajib Ghosh– বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি নিয়েছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় সহ অন্যান্যরা সেই প্রস্তুতি খতিয়ে দেখেন। সেখানে মুকুল রায় বলেন, গ্রীষ্মের দাবদাহে এরমধ্যে বিজেপির পক্ষ থেকেই সমাবেশ করা হচ্ছে। যাতে মানুষের কষ্ট কম হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। এর আগে বিজেপির সমাবেশে উপরে ছাউনির ব্যবস্থা করেছিল। এবারে প্রয়োজন হলে সেটাও করা হতে পারে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে বিজেপি ব্রিগেড করলেও মানুষ তৃণমূলকেই ভোট দেবে। সেই প্রসঙ্গে মুকুল বলেন, যে সমস্ত আইপিএস অফিসার রয়েছেন তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যাডারে যেকোনো জায়গায় বদলি করার অধিকার একমাত্র কেন্দ্রীয় সরকারের রয়েছে বলে সুপ্রিমকোর্ট জানিয়েছে। এই বিষয়ে তৃণমূলকে জিজ্ঞাসা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় কে এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য সাংবাদিকদের বলেন মুকুল রায়। ব্রিগেডে বাম কংগ্রেসের জোটের সমাবেশে আব্বাস সিদ্দিকী বক্তব্য রাখেন। সেখান থেকে তিনি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, বাম কংগ্রেস নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আব্বাস সিদ্দিকীর সঙ্গে হাত মিলিয়েছে। এই ধরনের রাজনীতি তারা করতে চাইছেন। এরপরে তৃণমূল কেও আক্রমণ করেন কৈলাস বিজয়বর্গীয়।