সারা বাংলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যখন নির্বাচনের দিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বুথে বুথে ঘুরে বেড়ালেন। তখন একেবারে ফুরফুরে মেজাজে বিজেপির মুকুল রায়। কৃষ্ণনগরের নির্দিষ্ট বুথে এদিন তিনি যান। সেখানে দলীয় নেতাকর্মীদের তিনি বলেন, কোনো প্রবলেম নেই তো। অসুবিধা নেই তো। কর্মীরা বলেন, ভালোভাবে ভোট হচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুল রায়। তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী টলিপাড়ার কৌশানী মুখোপাধ্যায়। অন্যদিকে এদিন মন্দিরে পুজো দিয়ে বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন কৌশানী মুখোপাধ্যায়। তিনি বলেন, ময়দানে প্রতিপক্ষকে দেখাই যায়নি। জনসংযোগে তিনি আগেই হেরে গিয়েছেন। তবে প্রায় দীর্ঘ 20 বছর পর নির্বাচনে লড়াইয়ের ময়দানে নিজেই প্রার্থী হিসেবে নেমেছেন মুকুল রায়। লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভালো ফলের পেছনে তার কৌশলী পদক্ষেপ এমনটাও মানেন অনেকেই।