Rajib Ghosh– বাংলায় শান্তিপূর্ণ এবং সন্ত্রাস মুক্ত নির্বাচন হবে। আপনারা চিন্তা করবেন না। কোনোরকম টেনশন করবেন না। রাজীব বন্দ্যোপাধ্যায় কে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ডুমুর জেলা স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উপস্থিতিতে তার হাত ধরেই BJP-তে যোগদানের কথা ছিল তাদের। কিন্তু দিল্লিতে বিস্ফোরণের ঘটনার কারণে Amit Shah রাজ্য সফরে আসতে পারেননি। তারপরেই রাজীব বন্দ্যোপাধ্যায় কে ফোন করে দিল্লিতে গিয়ে BJP-তে যোগদানের কথা বলেন অমিত শাহ। সেইমতো বিকেলেই চার্টার্ড বিমান পাঠিয়ে দেন তাদের জন্য। সেই বিমানে করে তারা দিল্লিতে অমিত শাহের বাসভবনে গিয়ে প্রথমে কিছুক্ষণ বৈঠক করেন। তারপরে শুরু হয় BJP-তে যোগদান পর্ব। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষাল এবং পার্থসারথি চট্টোপাধ্যায় কে গেরুয়া উত্তরীয় পরিয়ে বিজেপিতে যোগদান করান অমিত শাহ। তার পরেই তিনি রাজীবকে বলেন, দুশ্চিন্তা করবেন না। বাংলায় সন্ত্রাস মুক্ত নির্বাচন হবে। বৈশালী, প্রবীরের উদ্দেশ্যে অমিত বলেন, আপনারা কোনোরকম টেনশন করবেন না। প্রসঙ্গত, রাজ্যে যে কোনো নির্বাচনে হিংসার অভিযোগ করে বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া, বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর অত্যাচার করা, নির্বাচনের দিন ভোট লুঠ করা, মানুষকে ভোট দান করতে না দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে রাজ্যের শাসক TMC-র বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যে মিডিয়ার মাধ্যমে দেখা গেছে কোথাও ভোট লুঠ হচ্ছে, কোথাও বোমা পড়ছে, কোথাও বিরোধীরা আক্রান্ত হচ্ছে, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা দেখা যায়নি। BJP,CPIM, Congress সহ বিরোধীরা অভিযোগ করে বলে, রাজ্যের প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গিয়েছে। TMC দলটা পুলিশের উপরে দাঁড়িয়ে আছে। সেটা সরে গেলে দল টার সমস্যা হয়ে যাবে। বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ রাজ্য সফর করে গিয়েছে। সেখানে বিরোধীরা কমিশনের কাছে অভিযোগ করে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করার দাবি জানায়। অমিত শাহের বাসভবনে রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য স্পেশাল প্যাকেজ এর দাবি জানান। রাজ্যের কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প নিয়ে আসতে হবে এই দাবি করেন তিনি। অমিত শাহ বলেন, বাংলার সার্বিক উন্নয়নের জন্য চিন্তাভাবনা রয়েছে। তবে এদিন রাজীব, বৈশালী, প্রবীরদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ এবং সন্ত্রাস মুক্ত করার বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.