তৃতীয় দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা অনশনে বসলেন। তার অভিযোগ সোমবার রাত থেকে তার বিধানসভা কেন্দ্র ক্যানিং পূর্বে আইএসএফ এবং সিপিএম সন্ত্রাস চালাচ্ছে। নির্বাচন কমিশনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এদিন ক্যানিং পূর্বের একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর আসে। তৃণমূলের এজেন্টকে মেরে বার করে দেওয়া হয় কয়েকটি বুথ থেকে। শওকত মোল্লা বলেন, নির্বাচন কমিশনকে বারবার জানালেও কোনো পদক্ষেপ করা হচ্ছে না। বহু বুথ থেকে বিভিন্ন জায়গায় তৃণমূলের এজেন্টদের তুলে দেওয়া হচ্ছে। কিন্তু কমিশন নিষ্ক্রিয়। এই অভিযোগে ক্যানিং পূর্ব কেন্দ্রের 72 নম্বর বুথের সামনে ধর্নায় বসেন শওকত মোল্লা। আই এস এফ এর পক্ষ থেকে বলা হয়েছে শওকত 10 বছর ধরে ক্যানিংয়ের মানুষকে ভোট দিতে দেননি। কেন্দ্রীয় বাহিনী এবার নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছে। তাই শওকত এর ভয়ে ধরেছে। কারণ অবাধ ভোট হলে তার হার নিশ্চিত। 2016 সালে ক্যানিং পূর্ব থেকে শওকত মোল্লা জিতেছিলেন। সেই বিপুল জয়ের পর পাঁচ বছর ধরে গোটা দক্ষিণ 24 পরগনা দাপিয়ে বেড়িয়েছেন তিনি। এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার গাড়িতে হামলার ঘটনায় তার নাম উঠেছিল। এদিন তিনি অবাধ ভোটের দাবিতে অনশনে বসলেন।