নিজস্ব সংবাদদাতা: আগামী ১৬ আগস্ট রাজ্য জুড়ে পালিত হবে ‘খেলা হবে’ দিবস। তৃণমূলের পালটা ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ দিবস পালন করবে বিজেপি। এদিন সেই উপলক্ষে রাজভবনে গেলেন ভারত সেবাশ্রমের সদস্যরা। সঙ্গে নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী।
এদিন রাজভবনে বেলা দুটো নাগাদ এসে পৌঁছান শুভেন্দু অধিকারী সহ ভারত সেবাশ্রম, জগন্নাথ আশ্রম সহ বেশ কয়েকটি আশ্রম এর সন্ন্যাসীরা। তারা জানান, রাজভবনে আসার এদিনের উদ্দেশ্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ১৬ আগস্ট ‘খেলা হবে’ দিবস ঘোষণা করেছে। আর এই দিনেই পশ্চিমবঙ্গের ঘটেছিল বৃহৎ হত্যাকাণ্ডের ঘটনা যা ক্যালকাটা গ্রেট কিলিং নামে বিখ্যাত। আর এখানেই আপত্তি জানিয়েছেন সন্ন্যাসী সম্প্রদায় মানুষজন। তাদের বক্তব্য ঐদিন কালা দিবস পালন করা হয় তাই ওই দিন কি বাদ দিয়ে যে কোন দিন পালন করা হোক ‘খেলা হবে’ দিবস।
পাশাপাশি উল্লেখযোগ্য ভাবে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী। তিনিও একটি আশ্রম এর পক্ষ থেকে এদিন সকলকে নিয়ে আসেন রাজ্যপালের সাথে সাক্ষাত করার জন্য।