নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য করেন তিনি। কখনো বলেন ভোটের দিন গুড় বাতাসা খাওয়াবো। কখনো বলেন চড়াম চড়াম ঢাক বাজবে। কখনো বলেছেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। এবারের বিধানসভা নির্বাচনের আগে বলছেন খেলা হবে। তার এই বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। বিরোধী নেতারা তার বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ করেছেন। তিনি হলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে ভোট গ্রহণের আগে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে ভারতীয় জনতা যুব মোর্চা প্রশাসনের দ্বারস্থ হলো। ভারতীয় জনতা যুব মোর্চার দাবি অনুব্রত মণ্ডল প্রতিটি নির্বাচনের আগে নিরীহ শব্দে বিরোধীদের হুমকি দেন। এবার বলছেন খেলা হবে। তার নেতৃত্বে বিজেপি নেতা কর্মীদের খুনের হুমকি দিচ্ছে তৃণমূল। তাই তাকে অবিলম্বে গ্রেপ্তার প্রয়োজন। এদিন বীরভূমের জেলা শাসকের কাছে দলের জেলা নেতৃত্ব এই দাবিতে স্মারকলিপি দেয়। তাদের দাবি অনুব্রত মণ্ডল কে গ্রেপ্তার না করা হলে ভয়মুক্ত নির্বাচন সম্ভব নয়। ভারতীয় জনতা যুব মোর্চা পক্ষ থেকে বলা হয়েছে বীরভূমের লাভপুর ইলামবাজার দুবরাজপুর সহ বিভিন্ন জায়গায় অনুব্রত মণ্ডলের প্ররোচনায় বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। একাধিক বিজেপি কর্মী খুন হয়েছেন।