নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনের আয়োজন করা হয় সোমবার। এ সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী অখিল গিরি, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, পটাশপুর বিধানসভার বিধায়ক মাননীয় উত্তম বারিক মহাশয়, এগরা বিধানসভার বিধায়ক মাননীয় তরুণ কুমার মাইতি মহাশয় ও অন্যান্য নেতৃবৃন্দ বর্গ। এই সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন প্রসঙ্গে রাজ্য যুব তৃনমূলের সভানেত্রী সায়নী ঘোষ বলেন, “এই ভোটে যদি অমিত শাহ পরিবার সহ আসে অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি রুমাল রেখে দেওয়া হয়, তাতেও তিনিই জিতে যাবেন”।
পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক সময় শুভেন্দুর গড় হিসেবে পরিচিত ছিল সেই প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, “আগে বিভিন্ন ধরনের স্লোগান উঠত কিন্তু এই কয়েকদিন বুঝিয়ে দিয়েছে, শুভেন্দুর গড় বলে কিছু ছিল না থাকবে না”।
পাশাপাশি সাংগঠনিক বিষয়ে তিনি বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের ছোট ছোট রথ তৈরি হয়ে দলটি ভাঙ্গার প্রবণতা রয়েছে সেক্ষেত্রে শুরু থেকেই সেটি দমন করতে হবে, আমরা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই দল করি”।