নিজস্ব সংবাদদাতা: নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে ফের দুয়ারে রেশন প্রকল্প নিয়ে রাজ্যকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,
“লোককে দেখাচ্ছে আপনাদের জন্য আমি খুব ভাবি। লোক এটা চায়নি। কে পৌছাবে রেশন? ডিলারদের কোর্টে যেতে হল। লক্ষীর ভাণ্ডার, দুয়ারে রেশন, এগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। ডিলারদের ভয় দেখিয়ে, চমকে বেশিদিন সরকার চালানো যায়না। দিল্লিতে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে”।
একসঙ্গে বলেন, “ভোট স্থগিত হওয়ায় বিরোধীদের দায়ি করে সরকার। আসলে সরকার কথা শোনে না। তাই মানুষ কোর্টে যায়। পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা। আমরা গোড়া থেকেই বলছি, সর্বত্র একসঙ্গে ভোট হোক”।
প্রিতম অডিও কান্ড নিয়ে বলেন, “এটা সমাজ ও রাজনীতিকে কলুষিত করার মতো ঘটনা। আমাদের দলে এটা যাকে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বলবেন। তবে বিধানসভা ভোটের আগে কত হাজার হাজার মানুষ বিজেপিতে এসেছিলেন। কেউ আছেন। কেউ চলে গেছেন। আর তৃণমূল নেতাদের হাতে বান্ডিল বান্ডিল টাকা নিতে দেখা গেছে। আর এখানে একটা অডিয়ো ক্লিপ নিয়ে হই চই হচ্ছে। আগে যাচাই হোক”।